সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ৫দিনের সফরে লালমোহনে আসছেন হ্যাট্রিক বিজয়ী এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
৫দিনের সফরে লালমোহনে আসছেন হ্যাট্রিক বিজয়ী এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,মিজানুর রহমান লিপু: একাদশ জাতীয় নির্বাচনে ভোলা-৩, (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বিপুল ভোটে বিজয়ী নৌকার প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি তার নির্বচনী এলাকায় ৫ দিনের সফরে আসছেন।
গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিজয়ের পর সফথ গ্রহন শেষে ঢাকা থেকে প্রথম বারের মত সে তার নির্বাচনী এলাকায় আসছেন। হ্রাট্রিক বিজয়ের ২ দিনের মধ্যে ঢাকা চলে যাওয়ায় আনেক নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন এমপি শাওনকে শুভেচ্ছা জানাতে পারেননি।
এমপির আগমনকে কেন্দ্র করে ঢাকা লঞ্চঘাট ও লালমোহনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রানচঞ্চলতা লক্ষ্য করা গেছে। তার আগমনকে কেন্দ্র করে মোঙ্গলবার সকালে লালমোহন লঞ্চঘাটে দলীয় নেতাকর্মী সহ হাজার হাজার জনতা তাকে উঞ্চ অভ্যার্থনা জানাবে বলে দলীয় সুত্রে জানাগেছে।