শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে হাসাননগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সভা।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে হাসাননগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধি ন: “ইউনিয়নে যখন মামলা মিটে, কেন যাব থানা কোর্টে”এই স্লোগানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধ্যমধলী গ্রামে রহমান হাওলাদার এর বাড়িতে গ্রাম আদালত বিষয়ক উঠান সভা অনুষ্ঠিত হয়েছে। বাবলু হাওলাদারের সভাপতিত্বে শনিবার বিকাল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প” এবং গ্রাম আদালত গঠন, বিচারিক এখতিয়ার, বিচারিক প্রক্রিয়া, গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। এসময় ৯ নং ওয়ার্ড মধ্যমধলী গ্রামের সাধারণ নারী পুরুষ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মোঃ রহিদুল ইসলাম। এছাড়াও অত্র ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাপতি বাবুল হাওলাদার বলেন গ্রাম আদালতের যে সুবিধা তা সাধারণ মানুষের মাঝে পৌছে দেওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে উঠান সভা। তিনি উপস্থিত সকলের উদ্ধেশ্যে বলেন, গ্রাম আদালত আইনের যদি সঠিক ব্যবহার হয় তাহলে সাধারণ মানুষ বিচারিক সেবা পাবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সকল শ্রেণীর মানুষকে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জানানো। নিজেদের মধ্যে কোন বিরোধ হলে অবশ্যই গ্রাম আদালতে যাবেন এবং আশে পাশে যদি কেউ বিরোধে জড়িয়ে পড়ে তাদেরকে গ্রাম আদালতে পাঠাবেন। উঠান বৈঠক পরিচালনা করেন হাসাননগর ইউনিয়নের গ্রাম আদালত সহকারী রোকসানা আফরোজ।