বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » সাংবাদিক ও সাংবাদিকতা।। লালমোহন বিডিনিউজ
সাংবাদিক ও সাংবাদিকতা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : সাংবাদিকতা একটি মহান পেশা আর যে বা যারা এই পেশায় নিয়োজিত তাকে সেই বা তারাই হলেন সাংবাদিক। সাংবাদিকতা হল একটি শ্রম, নিরাসক্ত চিত্তে সত্যকে প্রকাশ তথা কোন ঘটনা কে বিশ্লেষণ পূর্বক সঠিক তথ্যটা প্রকাশ করাই সাংবাদিকের কর্ম।
আবার কেও কেও মনে করেন সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তারা তাদের বুদ্ধিদীপ্ত বিচার বিশ্লেষণ করে বাস্তব কে জাতির সামনে প্রকাশ করেন।
আরও বলতে হয় সাংবাদিকরা হলেন কলম যোদ্ধা তথা সত্যের পক্ষে লড়াই করার কলম সৈনিক। তাদের কলমের কালিটা সর্বদায় সত্য প্রকাশে বদ্ধপরিকর।
অসত্যের দুয়ার ভেঙ্গে দিতে চৌকস সাংবাদিকের সুষ্ঠ তদন্তই যথেষ্ট। তাই সাংবাদিকতা হল তদন্ত করা। তাই সাংবাদিকদের শ্রম বৃথা যাওয়ার নয়। আর সাংবাদিকদের পক্ষে ১৪ দফা দাবি ও তা বাস্তবায়নের জন্য সরকার ও গণমাধ্যমের নিকট সর্বদায় কথা বলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)। সাংবাদিকের অধিকার আদায়ে, ও নির্যাতন নিপিড়ন বন্ধে সব সময় পাশে আছেন’ বিএমএসএফ ‘এর সভাপতি জনাব শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক জনাব আহমেদ আবু জাফর। মফস্বল এলাকায় কর্মরত সকল সাংবাদিকদের কে এক হয়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালনে সকল বাঁধা কে উপেক্ষা করে সাংবাদিকরা পরষ্পর কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করার জন্য আহবান করেন এই মহান সাংবাদিক নেতাগণ, যেন হলুদ সাংবাদিকতা সমাজ ও দেশ হতে চিরতরে বিলুপ্ত হয়। কারণ সাংবাদিকরা হলেন দেশের সুনাগরিক ও জাতির বিবেক। সাংবাদিকতা হল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।
লেখক : মোহাম্মদ হায়দার আলী।