বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » জোরপূর্বক মাটি কেটে নেওয়াকে কেন্দ্র করে ২মহিলাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
জোরপূর্বক মাটি কেটে নেওয়াকে কেন্দ্র করে ২মহিলাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন : ভোলার দুলার হাটে জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়াকে কেন্দ্র করে দুই মহিলাকে এলোপাতারি পিটিয়ে আহত ও রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। দুলার হাট থানার নীলকমল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ১৫ জানুয়ারি বিকালে এ ঘটনা ঘটে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ৮নং ওয়ার্ডের ইসমাইলের শাহজালাল ব্রিকফিল্ডের জন্য বেকু দিয়ে জোরপূর্বক পাশের জমি থেকে জমির মালিক বাদশা মিয়াকে না জানিয়ে একদল লোক ক্যাডার বাহিনীসহযোগে মাটি কাটা শুরু করে। দিনমজুর বাদশা মিয়াদের কোনো পুরুষ বাড়িতে না থাকায় বাদশা মিয়ার মেয়ে তাছলিমা (২৮) ও পুত্রবধু জোছনা (৩৫) গিয়ে মাটি কাটতে নিষেধ করলে ইসলাম, বজলু, জাফর মহাজন, আবু সর্দার ও ফজলু মিয়াসহ কয়েকজন তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে। তাছলিমা তিন মাসের প্রেগনেট ছিল। হামলাকারিদের লাথি কিল ঘুষি ও লাঠির প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তার রক্তক্ষরণ শুরু হয় বলে জানান। গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার আশংকা প্রকাশ করে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। জোছনার হাতে কাটা জখম হয়। উভয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারিরা তাদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং সম্ভ্রমহানির চেষ্টা করে বলে কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করেন তাছলিমা ও জোছনা। হামলাকারিরা তাদেরকে আড়ালে টেনে নিয়ে যেতে চাইলে তারা সেদিকে যেতে অসম্মতি প্রকাশ করলে তাদেরকে নির্মমভাবে মারপিট করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করায়। নির্যাতিত আহত দুই মহিলা ও তাদের পরিবার পরিজন এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন।