বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » ভোলার তজুমুদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ড সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি।।লালমোহন বিডিনিউজ
ভোলার তজুমুদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ড সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন : ভোলার তজুমুদ্দিন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪০টি দোকান পুড়ে গেছে। তজুমুদ্দিনের দক্ষিণ বাজারে ১৬ জানুয়ারি বুধবার বেলা অনুমান দেড়টার সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তজুমুদ্দিন, লালমোহন, ভোলা ও বোরহান উদ্দিনের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই-তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিভাতে গিয়ে হেলান, সুমন ও মিঠুলসহ প্রায় ২৫জন আহত হয়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তজুমুদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ ফারুক আহমেদ প্রমুখ।