বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ » টাঙ্গাইলে টেটাযুদ্ধে ১জন নিহত।। লালমোহন বিডিনিউজ
টাঙ্গাইলে টেটাযুদ্ধে ১জন নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলাধীন এলাসিন ইউনিয়নের সানবাড়ি এলাকায় আপন চার ভাই ও তাদের লোকজনদের মধ্যে টেটাযুদ্ধে বাদল মিয়া নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।
বুধবার সকালে এ টেটাযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া স্থানীয় সানবাড়ি এলাকার মইনা মিয়ার ছেলে।
আহতরা হলেন- উপজেলার তেরিয়া গোনা গ্রামের আয়নাল হক আনু, দয়াল মিয়া, সমেজ, সুরুজ আলী, মনির উদ্দিন ও ইব্রাহিম।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, তারা মিয়া ও আনু মিয়ার মধ্যে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি ঝগড়া হয়। ঝগড়া নিরসনে বুধবার সকালে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে হঠাৎ তারা মিয়া ও আনু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অপর দুই ভাইও ঝগড়া শুরু করেন। পরে চারভাই ও তাদের পরিবারের লোকজন টেটাযুদ্ধে জড়িয়ে পড়েন।
এতে টেটাবিদ্ধ হয়ে ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাদল মিয়া নিহত হন। বাকি ভাইদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।