মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত।। লালমোহন বিডিনিউজ
ভোলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি : ভোলা জেলার সদর উপজেলা ও চরফ্যাশন উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলায় ইলিশা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. তুহিন (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র মারা যায়। তুহিন ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল হকের ছেলে।
ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ এলাকায় মালবাহী একটি ট্রলির চাপায় মো. শাহিন (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, শাহিন বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য বের হয়। রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মালবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।