মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জোড়পূর্বক দিনমজুরের জমি রেজিস্ট্রি করতে চায় ইটভাটা মালিক সরোয়ার
বোরহানউদ্দিনে জোড়পূর্বক দিনমজুরের জমি রেজিস্ট্রি করতে চায় ইটভাটা মালিক সরোয়ার
লালমোহন বিডিনিউজ, বিষেশ প্রতিনিধি : ভোলার বোরহাউদ্দিনে হতদরিদ্র দিন মজুরের অা: কুদ্দুসকে আটক করে বোরহাউদ্দিন সাব-রেজিস্ট্রি অফিসে এনে জোড়পূর্বক ৫২ শতাংশ জমি দলিল রেজিস্ট্রি করার চেষ্টা চালায় স্থানীয় প্রভাবশালী ইট ভাটা মালিক সরোয়ার্দী মাষ্টার। ১৪ জানুয়ারী ভোলা বোরহানউদ্দিন উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসে এঘটনা ঘটে। এব্যাপারে বোরহানউদ্দিন ইউএও বরাবর একটি লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগী আ. কুদ্দূছ।
আ. কুদ্দূছ জানান, বিগত সাত বছর পূর্বে বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিনের এইচ এইচ বি ইটভাটার মালিক সরোয়ারর্দী মাষ্টারের কাছথেকে ৫৬ শতাং জমি বন্ধক রেখে ৩৭ হাজার টাকা নেন এবং ওই ইটভাটায় দিনমজুরের কাজ করেন অা. কূদ্দুছ। জমি বন্ধক নেওয়ার পর সরয়ার্দী ওই ফসলি জমি কেটে ইট ভাটায় ব্যবহারের জন্য মাটি কেঁটে নেয়। মাটি কাটার ব্যাপারে আ. কূদ্দুছ প্রতিবাদ করলে তাকে স্বমূলে ভিটামাটি ছারা করারও হুমকি দেয় সরোয়ার্দী। বেশ কিছুদিন ধরে বন্ধকী জমি দলিল রেজিস্ট্রি করে দিতে চাপ সৃষ্টি করে আসছিলো। রবিবার সকালে সরোয়ার্দী মাষ্টার এবং তার ভাতিজা সোহেল ও ইটভাটার ম্যানেজার কামাল কুদ্দুছকে বাড়ী থেকে তুলে নিয়ে বোরহানউদ্দিন সাব-রেজিস্ট্রি অফিসে এনে নাগর পাটওয়ারীর মাধ্যমে জোড়পূর্বক একাধিক ষ্ট্যাম্পে সাক্ষর ও টিপসহি রেখে দলিল করার সকল ব্যাবস্থা করতে থাকলে সুজোগ বুঝে সকলের চোঁখ ফাকি দিয়ে আ.কুদ্দুছ উপজেলা অফিস গেইটে এসে কাদঁতে থাকলে মানুষ জড়োহয়। পরে স্থানীয় লোকজন সাংবাদিক দের খবর দিলে ভুক্তভোগী আ. কুদ্দুছকে সাথে নিয়ে বোরহানউদ্দিন সাব- রেজিস্টার জোবায়ের হোসেনের কাছে অভিযোগ করলে ওই দলিল রেজিস্টার হবেনা বলে নিশ্চয়তা প্রদান করেন। তবে ঘটনায় জড়িত নাগর পাটওয়ারী নিয়ম বর্হিভূত কর্মকান্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়নি এবং সাক্ষরিত স্ট্যাম্প উদ্ধার করতে পারেনি সাব- রেজিস্টার। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সরোয়ার্দী ও তার লোকজন। এব্যাপারে সাব রেজিস্টার জোবায়ের হোসেন বলেন, ঘটনাটি আমার আফিসের অব্যন্তরীন বিষয়ের মধ্যে পরেনা এটা বহিরা গত ব্যাপার।