মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে সাংবাদিকের উপর হামলা, প্রাণনাশের হুমকি।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে সাংবাদিকের উপর হামলা, প্রাণনাশের হুমকি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার তজুমদ্দিনের সুপরিচিত সাংবাদিক চপল রায়ের উপর হামলা করেছে স্থানীয় বখাটে যুবক সুবোধ দেবনাথ। শশীগঞ্জের বাসিন্দা বখাটে সুবোধ মৃত মাখন দেবনাথের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বাপ্পী চক্রবর্তীর সাথে একই এলাকায় দেখা করতে এলে বাপ্পী উক্ত সাংবাদিককে খাবার খেতে ডাকেন। এ সময় বখাটে সুবোধ উদ্দেশ্যপ্রনোদিতভাবে বাপ্পী চক্রবর্তীর কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার চেস্টা করে। এমতাবস্থায় সাংবাদিক চপল রায় নিষেধ করলে বখাটে সুবোধ তেড়ে এসে তাকে আঘাত করে। একপর্যায়ে সুবোধকে নিবৃত্ত করার চেস্টা করলেও সে লাঠি সোটা নিয়ে বারবার এগিয়ে আসে এবং চপল রায়কে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় চপল রায় তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যার জিডি নম্বর : ২৮৪, তারিখ : ০৮-০১-২০১৯। এ ঘটনায় তজুমদ্দিনের সাংবাদিক মহলের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে বখাটে সুবোধ দেবনাথকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।