শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা-আহত-২।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা-আহত-২।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া ৫নং ওয়ার্ডে ৪ জানুয়ারী শুক্রবার বিকাল চারটায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কালু জমাদারের ভোগদখলীয় জমি থেকে তাকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন ধরে রতন পাঠান গংরা হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে আসছে।
এক পর্যায়ে ঘটনার দিন বিকালে জোরপূর্বক জমি দখল করতে যায়।
জমির মাটি কাটা শুরু করে।
এসময় বাধা দিলে কালু পাঠান, আক্তার, জানু বিবি, শাহানাজ, সাহিনসহ আরো কয়েকজনে মিলে জমির মালিক কালু জমাদারের ভাবি বিউটি ও মেয়ে তানিয়াকে বেদম পিটিয়ে আহত করে। তানিয়া ডান হাতে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়।
আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত তানিয়াকে কর্তব্যরত চিকিৎসক ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। মামলা করবেন বলে আহত সুত্র জানায়।