শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » কাভার্ড ভ্যানভর্তি গাঁজাসহ আটক ৪।। লালমোহন বিডিনিউজ
কাভার্ড ভ্যানভর্তি গাঁজাসহ আটক ৪।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার সৈয়দাবাদ-কুল্লাপাথর সড়কের কসবা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বৃহস্পতিবার (০৩ডিসেম্বর) ভোর ৪টায় কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় ২২০ কেজি গাঁজা পাচারকালে উদ্ধার করেন। এ সময় কাভার্ড ভ্যানচালক ও হেল্পারসহ ৪ চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- কাভার্ড ভ্যানের চালক কলারোয়া থানার গদখালী গ্রামের আশরাফ আলীর পুত্র আঃ রাজ্জাক (৩৫), তার হেল্পার মদন থানার চানগাঁও গ্রামের মৃত আফতাব আলীর পুত্র আঃ আওয়াল (৩৩), কসবা পৌর এলাকা মরাপুকুরপাড় গ্রামের বজলু মিয়ার পুত্র সফিক (৩২) ও একই গ্রামের সফিক মিয়ার পুত্র শরিফ (১৯)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স গতকাল ভোরে কসবা পৌর এলাকার সৈয়দাবাদ-কুল্লাপাথর সড়কের কসবা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে ঢাকা মেট্রো-ড ১৪-২৪৮০ ১টি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১১ বস্তা ভারতীয় গাঁজাসহ তাদের আটক করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ-কুল্লাপাথর সড়কের কসবা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে অভিযান চালিয়ে ১টি কাভার্ড ভ্যানসহ ১১ বস্তা গাঁজা আটক করা হয়। আটককৃত গাঁজার ওজন ২২০ কেজি। এর আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় মামলা হয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে বলে ওসি জানান।