শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সাংসদদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা।। লালমোহন বিডিনিউজ
সাংসদদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
সকাল ১০টার দিকে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এসময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।