বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » সভাপতি রিপন শান–সম্পাদক মঞ্জুরুল ইসলাম : নেক্সাস ৯৩ বন্ধুসংগঠনের সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
সভাপতি রিপন শান–সম্পাদক মঞ্জুরুল ইসলাম : নেক্সাস ৯৩ বন্ধুসংগঠনের সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : আমরা টুটিবো তিমির রাত, আমরা আনিবো রাঙা প্রভাত - এই প্রত্যয়ে, দ্বীপজেলা ভোলার মধ্যমণি লালমোহনের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন মডেল হাইস্কুলের অবিস্মরণীয় এসএসসি ব্যাচ ১৯৯৩ সহপাঠীদের বন্ধুসংগঠন ” নেক্সাস ৯৩ ” এর সম্মিলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে । ২ জানুয়ারি বিকেল চারটায় লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে সঙগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য প্রভাষক শাহাবুদ্দিন রিপন শানের সভাপতিত্বে , সদস্য মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের প্রথম পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন পাঞ্চায়েত । মূলপর্বে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে- নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কবি রিপন শান কে সভাপতি, হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও লালমোহন পৌর বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট নেক্সাস ৯৩ এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয় । কমিটির নির্বাচিত সহসভাপতিগণ হলেন- ধলিগৌরনগর কলেজের শিক্ষক সাংবাদিক রসুল মোঃ রুবেল, প্রাথমিক শিক্ষক নেতা মোঃ মামুনুর রশিদ ও সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি শিক্ষক গবেষক মোসলেউদ্দিন রিফাত । নির্বাহী সদস্যগণ হলেন- লালমোহন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুস সাত্তার, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী মাহবুবুর রহমান শামীম ও সমাজকর্মী মোশারফ হোসেন মনজু । যুগ্ম সম্পাদকগণ হলেন- আশরাফুল জুমলাত উজ্জ্বল ও প্রভাষক কামরুল হোসেন সোহাগ । সাঙগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন- শহিদুল ইসলাম ঝন্টু পাঞ্চায়েত, আব্দুল মতিন মুন্সী ও ধলীগৌরনগর কলেজের সমাজবিজ্ঞান প্রভাষক মোঃ আসাদ উল্লাহ । নির্বাচিত সম্পাদকগণ হলেন- লিটন কুমার রায় (অর্থ), মনিরুজ্জামান রতন (দপ্তর), মিজানুর রহমান মিজান ( শিক্ষা, ক্রীড়া ও সমাজকল্যাণ), পরিমল রায় বাদল ( প্রচার ও প্রকাশনা), সাংবাদিক ফয়েজ ফ্যাসন ( সাহিত্য ও সংস্কৃতি), নাজমুল হোসেন (তথ্য ও গবেষণা), মনিরুল ইসলাম ( ধর্ম, বিজ্ঞান ও আইসিটি ), মোঃ কামাল হোসেন ( মুক্তিযুদ্ধ ও মানবসম্পদ) । ২০২১ সালের ২ জানুয়ারি পর্যন্ত নির্বাচিত এই কমিটি বন্ধুত্বের বিকাশ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, স্হানীয় ঐতিহ্য ও কৃষ্টির লালন, নিরাপদ সড়ক ও নৌপথ বাস্তবায়ন, গুণীজন স্মরণ ও সম্মাননা, দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা, মাদকের বিরুদ্ধে জিহাদ সহ নানান গণমুখী কাজ করবে ।