বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | ভোলা | শিরোনাম | সর্বশেষ » খাস জমি দখলে বাঁধা ও সংবাদ প্রকাশের জেরে সম্পাদকের উপর হামলা।। লালমোহন বিডিনিউজ
খাস জমি দখলে বাঁধা ও সংবাদ প্রকাশের জেরে সম্পাদকের উপর হামলা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের সূর্যমুখী কিন্ডার গার্ডেনের পেছনের খাল, যা পরবর্তীতে পৌর পিতা ভোলার সৌন্দর্য বর্ধনের কথা চিন্তা করে ঐ খালটিকে ড্রেনে রুপ দেয়। বেশ কিছু বছর অতিবাহিত হওয়ার পরে ঐ ড্রেন ব্যবহারের অনুপোযগী হয়ে ওঠায় ড্রেন টি পূণরায় সংস্কার ও বড় করে করার প্রয়োজনীয়তা অনুভব করায়, পুরাতন ড্রেন ভেঙ্গে নতুন ড্রেনের কাজ শুরু হয়।
এতে বিপত্তি বাজে “বাদলরাজা” গংদের, তারা নিজেদের জায়গার সীমানা বৃদ্ধির জন্য সরকারি খাস জমির ভিতর দিয়ে, ড্রেন নির্মাণের পায়তারা শুরু করে,আর এতে বাঁধা হয়ে দাড়ান “দৈনিক ভোলা টাইমস্” পত্রিকার সম্পাদক আলি জিন্নাহ রাজিব । তাই তাকে শারীরিক ভাবে লাঞ্চনার স্বীকার হতে হয়, ” বাদল রাজা” গংদের হাতে।
বাদলরাজার বাসার পাশে বড় খাল ও সামনে ছোট খালটির অনেক খাস জমি ভোগ দখল করে আছেন। পুনরায় ড্রেনের কাজটি শুরু হওয়ার সময় বাদল রাজা বাধা সৃষ্টি করেন। তখন পৌরসভার প্রধান প্রকৌশলী আরজু সাহেব এসে সীমানা নির্ধারণ করে দেন ।
২-৩ দিন অতিবাহিত হওয়ার পর তারা ঠিকাদার কে ধমকিয়ে পুনরায় খাস জমির ভেতর দিয়ে ড্রেন নির্মাণের পায়তারা শুরু করায় সম্পাদক বাধা দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করে।
এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৯.৩৯ মিনিটের সময় বাদল রাজা গং সম্পাদকের উপর হামলা চালিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে ভোলা পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সাহে আলম সাহেবের হস্তক্ষেপে মোবাইল ফেরত দেয়া হয়।
ভোলা টাইমস্ সম্পাদক রাজিব জানান, সরকারি খাস জমি অবৈধ ভাবে কেউ যাতে দখল না নিতে পারে এ বিষয়ে ভোলার পৌর মেয়র ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। উক্ত সমস্যাটির সমাধান করে অবৈধ দখলদারদের আইনের আওতায় এনে কঠোর ভাবে শাস্তি দেওয়া হোক। যাতে, অপারাধীদের শাস্তি দেখে আর কেউ ভবিষ্যতে সরকারি খাস জমি দখল করার চিন্তা মাথায় না আনে।