মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাসনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি: সারাদেশের মতো চরফ্যাশনেও উৎসবমূখর পরিবেশে বছরে প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় চরফ্যাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষাথীদের মাঝে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নাছির আহমেদ, প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার খালিদ হোসেন ও রফিকুল ইসলাম।
এসময় চরফ্যাসন উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী বলেন,শিশু শিক্ষার্থী, এলাকার মান্যগন্য,এসএমসি সদস্য এবং অভিভাবকদের অংশগ্রহনে স্কুলভিত্তিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মঙ্গলবার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।