
মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুলের দোয়া ও ছবক অনুষ্ঠান।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুলের দোয়া ও ছবক অনুষ্ঠান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,এইচ. এম. এরশাদ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের ড্রিম স্কুল ধারনা থেকে সৃষ্ট এক ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসন স্কুল। মঙ্গলবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্ট্রিটিউট এর পাশে প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসে দোয়া, ছবক ও বই বিতরণ অনুষ্ঠান হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো:আ:কুদদূস বলেন, বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটি করা হয়েছে। এ প্রতিষ্ঠানটি প্রচলিত প্রতিষ্ঠানের চেয়ে ব্যতিক্রম ধর্মী। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কখনও পুথিগত জ্ঞানের মধ্যে সিমাবদ্ধ থাকরে না। তারা অন্যান্য মানবিক গুনাবল সম্পূর্ন হতে হবে। এ প্রতিষ্ঠানটি হবে জ্ঞানের বাতিঘর। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশপ্রেম, মেধা ও মননশীলতার দ¦ারা দেশ ও সমাজকে আলোকিত করবে। উল্লেখ্য ২০১৮ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠানটি চালু করেন। গত বছর জেএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএমএফ নাজমুস সালেহীন,পক্ষিয়া ইউপির চেয়ারম্যান নাগর হাওলার।