
মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বই উৎসব উদযাপিত।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে বই উৎসব উদযাপিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ সারা দেশের মতো ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে পাঠ্যপুস্তক উৎসব ২০১৯। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো:আ:কুদদূস এর সভাপতিত্বে স্থানীয় বোরহানউদ্দিন সরকারী হাইস্কুল মাঠে মঙ্গলবার দুপুর ১২টায় প্রাথমিক,মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন ভোলা-২আসনের সদ্য বিজয়ী এমপি আলী আজম মুকুল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এ বছর সরকার ৩৫ কোটি ২১লাখ৯৭হাজার ৮শত ৮২টি বই বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারী তুলে দেই। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধারা চালু করছে। বিগত দিনে অন্য কোন সরকার তা পারেনি। তিনি বলেন আমি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সদস্য হিসাবে পৃথিবীর বহু দেশে গিয়েছি, কিন্তু কোন দেশেই এরুপ বিন্যামূল্যে বই বিতরণের সিস্টেম চালু নেই। তারা আমাদের দেশে বিনামূল্যে বই বিতরণের কথা শুনলে অবাক হয়। বাল্যকালের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের সময় বার্ষিক পরীক্ষা আসার আগেই মনে মনে ঠিক করতাম,কার বই কম ছিড়া,কার বই এখনও দেখতে নতুন।তখন তার সাথে খাতির জমিয়ে পরীক্ষার পর ওই বইগুলো নিতাম।আজ যা সরকার দিচ্ছে। বিএনপির নেত্রীকে এতিমের টাকা লুন্ঠনকারী হিসাবে উল্লেখ্য করে বলেন, ২০১৫ সালে তার নির্দ্দেশে পেট্রোল বোমা নৈরাজ্যের মাধ্যমে ২শত ৩১জন লোককে হত্যা করেছে। ওই বছর ও আমরা যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌছাতে পেরেছি। আর ও বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আ:কুদদূস, , উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) রাসেল আহমেদ মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে এমপি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। অন্যদিকে সকালে উপজেলা প্রশাসন স্কুলে দোয়া ও ছবক ও বই উৎসব পালিত হয়েছে। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসন স্কুলের প্রতিটি শিক্ষার্থী হবে জ্ঞানের বাতিঘর। যারা বড় হয়েছে দেশ ও জনগনকে আলোকিত করবে।এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএমএফ নাজমুস সালেহীন,পক্ষিয়া ইউপির চেয়ারম্যান নাগর হাওলার।