রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী।।লালমোহন বিডিনিউজ
ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সাদির হোসেন রাহিম : একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বড় ধরনের কোন বিশৃংখলা ছাড়াই রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ফলাফলে দুই উপজেলায় ১১৫ টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন (নৌকা) প্রতীকে ২৫০৪১১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (হাত পাখা) প্রতীকে পেয়েছেন ৪০৫৫ ভোট। জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ২২৫০ ভোট। ঐক্যফ্রন্ট (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ২৫০২ ভোট।
সকাল ৮টায় নির্বাচনী এলাকা লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। অপরদিকে ভোট দিতে কেন্দ্রে যাননি এ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ।
এদিকে সকাল ৮টা থেকে ভোট কেন্দ্র গুলোতে নৌবাহিনী,র্যাব,বিজিবি,পুলিশ, ও আনসার বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১৫ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।