শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ ৩জন প্রেফতার।। লালমোহন বিডিনিউজ
নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ ৩জন প্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল হালিম আজাদের বাড়িতে অভিযান চালিয়ে তার সহযোগী তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হক সাব (২৮), আবদুল মোতালেব (৫৩) ও মো. কামরুল ইসলাম।
হাতিয়ার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানান, নির্বাচনকে ঘিরে এক ধরনের মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রের মাধ্যমে নির্বাচনকে পণ্ড করে দেওয়ার চক্রান্ত করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্রসহ তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকী অস্ত্র উদ্ধারের তথ্য উদঘাটনের জন্য তাদের রিমান্ডে আনা হবে।
এলাকাবাসী জানায় ইয়াবা আজাদ নামে পরিচিত আ’লীগের এ চেয়ারম্যান’র বিরুদ্ধে ২৬টি সন্ত্রাসী চাঁদাবাজী অপহরণ, খুন ও মাদকের মামলা রয়েছে।
তবে হাতিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইউপি চেয়ারম্যানকে এখনো গ্রেফতার করতে পারেনি যৌথ বাহিনী।