শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন ও তজুমদ্দিনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন ও তজুমদ্দিনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ৩০ ডিসেম্বর ভোটগ্রহণকালে কেন্দ্রের জন্য আওয়ামীলীগ নির্ধারিত পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রশিক্ষণ উপ-কমিটির নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের মাস্টার ট্রেইনার, বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টার ন্যাশনাল’র ফেলো ও কদমতলী থানা আওয়ামীগ নেতা ফারহাদ হোসেন নাঈম প্রশিক্ষণ প্রদান করেন।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভোলা-৩ আসনের আওয়ামীলীগ ও নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের বাসভবনের সামনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভোলা-৩ আসনের দু-উপজেলার দুই সহস্রাধিক পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। সকাল ১০টায় লালমোহন উপজেলার প্রশিক্ষণ বেলা সাড়ে বারোটার সময় ও বিকেলে তজুমদ্দিন উপজেলায় প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষক মো. ফারহাদ হোসেন নাঈম বলেন, একটি দলের জয়ে প্রশিক্ষিত কর্মীর ভূমিকা অনেক। আমার বিশ্বাস সুষ্ঠ ও সুন্দরভাবে ভোটগ্রহণ এবং আওয়ামীলীগ ও নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনের বিজয়েও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী ও সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ প্রমূখ।