বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আওয়ামী লীগের প্রার্থী শাওনের নির্বাচনী শেষ পথসভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে আওয়ামী লীগের প্রার্থী শাওনের নির্বাচনী শেষ পথসভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,নুরুল আমিন:লালমোহনে নির্বাচনী শেষ পথসভায় ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আপনারা লালমোহনের জনগণ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যতোদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো। সেবা করবো। প্রতিদান দেবো। লালমোহন হবে আগামী দিনে উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশের রোল মডেল। লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এসব কথা বলেন। পথসভায় গণমিছিলে জনতার ঢল নামে। আওয়ামী লীগের প্রার্থী শাওন বলেন, মেজর হাফিজ ২৩ বছরে লালমোহনে দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি। তিনি সন্ত্রাসের উন্নয়ন করেছেন। লাশের রাজনীতি করেছেন। আওয়ামী লীগ সরকারের দশ বছরে আমি লালমোহনকে উন্নয়ন সমৃদ্ধ শান্তির নীড় হিসেবে গড়ে তুলেছি। আমাকে আপনারা এবার নির্বাচিত করলে লালমোহনের মানুষ যাতে দরজা খুলে ঘুমাতে পারে, আমি সে ব্যবস্থা করবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করবো। সকল শ্রেণি পেশার মানুষের জন্য সমান সুযোগ ও নিরাপদ ব্যবস্থা করবো। এমপি শাওন আরো বলেন, লালমোহনের মানুষ আর কোনো মায়ের বুক খালি হওয়া দেখতে চায় না। মেজর হাফিজকে খুনের রাজনীতি থেকে বিরত থাকার আহবান জানাই। তিনি আরো বলেন, আধুনিক থানা ভবন, মুক্তিযোদ্ধা ভবন, উপজেলা ভবন, লাঙ্গল খালি ব্রীজ, ডিজিটাল পার্কসহ দৃশ্যমান অনেক উন্নয়ন করেছি। আমাকে আপনারা এবার সুযোগ দিলে আরো উন্নয়ন করবো। লালমোহনে আর কোনো মায়ের বুক খালি হতে দেব না। সন্ত্রাস চাদাবাজি হতে দেবো না। বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। লালমোহনের হারানো ঐতিহ্যের দিন আবার ফিরিয়ে আনতে চাই। আমার জীবন নিয়ে হলেও লালমোহনের মানুষের সুখ সমৃদ্ধির জন্য কাজ করবো। সবশেষে সকলের দোয়া কামনা করে তিনি বলেন, দেখা হবে বিজয় মিছিলে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি সফিকুল ইসলাম বাদল প্রমুখ।