মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » “চোখ দে, গরু দে, নইলে এলাকা ছেড়ে দে” লালমোহনে মহিলাদের রোষাণলে মেজর হাফিজ।। লালমোহন বিডিনিউজ
“চোখ দে, গরু দে, নইলে এলাকা ছেড়ে দে” লালমোহনে মহিলাদের রোষাণলে মেজর হাফিজ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় সময় জনরোষের শিকার হয়েছেন ভোলা-৩ আসনের বিএনপি মনোনীত ও ধানের শীষ প্রতিকের প্রার্থী মেজর অব: হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার ২৫ ডিসেম্বর সকালে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে রওয়ানা হয়ে লালমোহন পৌরসভা ৫ নং ওয়ার্ড লাঙ্গলখালী এলাকায় মহিলাদের রোষাণলে পড়েন হাফিজ।
এসময় শত শত মহিলা তার পথরোধ করে “চোখ দে, গরু দে, নইলে এলাকা ছেড়ে দে” স্লোগানে মিছিল করতে থাকেন। পড়ে প্রচারণা বন্ধ করে নিজ বাসায় ফিরে যান মেজর অব: হাফিজ উদ্দিন আহমদ।
মিছিলকারীদের সঙ্গে আলাপকালে তারা জানান, ২০০১ সাল পরবর্তী লালমোহন তজুমদ্দিনের বিরোধী পক্ষ ও সাধারণ মানুষের উপর অমানবিক নির্যাতন ও লুটতরাজ চালায় মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদের ক্যাডার বাহিনী। হত্যার শিকার হয়েছেন আলম বাজার এলাকার খোরশেদ। অতর্কিত হামলায় কেউ চোখ হারিয়েছেন। লুটতরাজে কেউ গোয়ালের গরু, ক্ষেতের ধান হারিয়ে নি:স্ব হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন সংখ্যালঘুসহ অনেক নারী। আজ আমরা সেগুলো ফেরত চাই।