রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » সোমবার পঞ্চম ও অষ্টম শ্রেণী সমাপনীর ফল প্রকাশ।। লালমোহন বিডিনিউজ
সোমবার পঞ্চম ও অষ্টম শ্রেণী সমাপনীর ফল প্রকাশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সোমবার ২৪ ডিসেম্বর পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে এদিন।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করবে সরকার।
নিয়ম অনুযায়ী বোর্ড ও অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সোমবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন।
বেলা ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আর দুপুর ১টায় নিজের মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ক্ষুদেদের সমাপনীর ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন গণশিক্ষা মন্ত্রী ফিজার।
গত কয়েক বছর ধরেই পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফল একই দিনে প্রকাশ করা হচ্ছে। সাধারণত ডিসেম্বের শেষে এই ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ থাকায় আগেই ফল ঘোষণা করা হচ্ছে।
গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। আর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।