মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আইনশৃংখলা রক্ষার্থে সারাদেশে বিজিবি মোতায়েন।। লালমোহন বিডিনিউজ
আইনশৃংখলা রক্ষার্থে সারাদেশে বিজিবি মোতায়েন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠপর্যায়ে কাজ করবে তারা।
মঙ্গলবার ডিসেম্বর ১৮দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে মাঠে নামছে। সারাদেশে আজকের মধ্যেই তাদের মোতায়েন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের চাহিদ মতো যতদিন প্রয়োজন হবে তারা মাঠে থাকবেন।
এদিকে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী।