বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জনগণ শেখ হাসিনাকে ভোলা-৩ আসন উপহার দিবে - নৌকার প্রার্থী শাওন।। লালমোহন বিডিনিউজ
জনগণ শেখ হাসিনাকে ভোলা-৩ আসন উপহার দিবে - নৌকার প্রার্থী শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নুরুল আমিন, লালমোহন : লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোট চেয়ে প্রচারণা চালান নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নৌকা মার্কার পোস্টার বিলি করেন তিনি।
১৩ ডিসেম্বর পৌরসভার ৬নং ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডে ভোট চাওয়ার সময় এমপি শাওন বলেন, আপনারা জনগণ আমার আপনজন। আমি আপনাদের সেবা করে যাচ্ছি। সুখে দুখে সবসময় আপনাদের পাশে আছি। সামনের দিনগুলোতেও থাকবো। জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের সেবার দায়িত্ব দিয়েছেন। এ আসন আমরা শেখ হাসিনাকে উপহার দিতে চাই।
আমি আশা করি ভোলা-৩ আসনটি জনগণ শেখ হাসিনাকে উপহার দিবে।
শাওন বলেন, আওয়ামী লীগ সরকারের দেশে এতো উন্নয়ন আর কোনো সরকার করতে পারেনি। আর পারবেও না। ৩০ তারিখ ভোটের দিন আপনারা ভোট কেন্দ্রে যাবেন। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট দিবেন।
আমি আপনাদেরকে নিয়ে বিজয় উল্লাস করতে চাই।
নৌকার প্রার্থী শাওন আরো বলেন, আমি লালমোহন তজুমুদ্দিনের মাটি ও মানুষকে ভালোবাসি। আপনাদের ভালোবাসা নিয়ে আগামী দিনে উন্নয়নের জোয়ার বইয়ে দিতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমার নেত্রী জননেত্রীর জন্য দোয়া করবেন। নৌকা মার্কায় ভোট দেবেন।
এসময় ভোটার, কর্মী, সমর্থক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।