
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে হোন্ডা ও নসিমনের সংঘর্ষ, নিহত-১।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে হোন্ডা ও নসিমনের সংঘর্ষ, নিহত-১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : লালমোহনে হোন্ডা ও নসিমনের সংঘর্ষে ২ জন আহত ও ১ জন নিহত হয়েছে।
১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৯নং ওয়ার্ড ডাওরী বাজার এলাকার আওনজি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চরলক্ষ্মী মোল্লা বাড়ির আলমগীর মোল্লার ছেলে সোহাগ নিজস্ব হোন্ডায় দুই বন্ধুকে নিয়ে লালমোহন রওয়ানা হয়ে আওনজি বাড়ির দরজা পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে ধাক্কা লাগে। এতে হোন্ডা চালক সোহাগ ও অপর এক আরোহী আহত হন এবং আরোহী সুমন ভক্ত নামের একজন নিহত হন। সোহাগ ও সুমনকে লালমোহন হাসপাতালে আনা হলে আহত সোহাগকে ভর্তি করা হয় এবং কর্তব্যরত ডাক্তার সুমনকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের বাড়ি ভোলা সদরের ইলিশা এলাকার বটতলার ভক্ত বাড়ি বলে জানা যায়। সুমন চরলক্ষ্মী এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে।
এ ঘটনায় খবর পেয়ে লালমোহন থানার এসআই হেলাল, এএসআই উজ্জ্বল হাসপাতালে আসেন। আইনগত প্রক্রিয়া চলছে বলেও কর্তব্যরত এসআই জানান।