
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের বিএনপির ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার, জেলে প্রেরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনের বিএনপির ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার, জেলে প্রেরণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার বিএনপির ৩ জন নেতাকে বুধবার ১২ ডিসেম্বর ঢাকা সিএমএম কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আটকৃতরা হলেন, লালমোহন পৌর বিএনপি নেতা ও সাবেক পৌর কমিশনার মিলন পঞ্চায়েত, উপজেলা সেচ্ছাসেবকদল সভাপতি রেজানুর রহমান শাহিন, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান।
বৃহস্পতিবার ১৩ ডিসেম্বর তাদের কে পল্টন থানার একটি মামলার আসামী দেখিয়ে আদালতে নেয়া হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
তাদের আটক ও কারাগারের প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন পৌর যুবদল সাধারণ সম্পাদক মো. মাকছুদ আহমেদ মাসুদ।
তাদের কে মিথ্যেও সাজানো মামলায় আটক ও কারাগারে প্রেরণের অভিযোগ করে এ ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেছেন লালমোহন বিএনপি নেতারা।