
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : “ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এ শ্লোগানে ভোলার বোরহানউদ্দিনে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস।
বুধবার ১২ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস-২০১৮ পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সাটিফিকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদদূস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুস সালেহীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।